হার্টবিট ডেস্ক
জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এটি জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।
শনিবার (২১ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জাপানে উৎপাদিত অ্যাস্ট্রাজেনিকার টিকার সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অ্যাস্ট্রজেনেকা টিকার চতুর্থ চালান জাপান বাংলাদেশে পৌঁছে দিয়েছে। আমরা আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ আগামী ২৮ আগস্ট সরবরাহ করার পরিকল্পনা করছি।’
তিনি আরও বলেন, ‘এটি বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ। এই সহায়তা বাংলাদেশে করোনার বিস্তার রোধে সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আমরা আশা করছি।’
‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশের পাশে আছে এবং যত দ্রুত সম্ভব মহামারি দমনে দেশ দুটি এক সঙ্গে কাজ করবে,’ যোগ করেন তিনি।
এর আগে গত ২৪ ও ৩১ জুলাই এবং ৩ আগস্ট জাপান সরকার কোভ্যাক্স সুবিধার আওতায় করোনার টিকা পাঠিয়েছে। এখন পর্যন্ত মোট ২৪ লাখ ২৪ হাজার ৭০০ ডোজ টিকা জাপান থেকে বাংলাদেশে এসেছে।
Discussion about this post