হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৬ জনের।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১১টি ল্যাবে ২ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিন করোনা আক্রান্তের মধ্যে ২০২ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৬ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে ৪ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনায় মৃত্যুহারের কোনো পরিবর্তন হচ্ছে না। বিশেষ করে উপজেলাগুলোতে সার্বিকভাবে এ হার বেশি। গ্রামের লোকজন করোনাকে অবহেলা করার কারণে এ পরিস্থিতি। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।
Discussion about this post