হার্টবিট ডেস্ক
করোনায় দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ২০১ জনের প্রাণ গেলো। এনিয়ে মোট প্রাণহানি ১৫ হাজার ৫শ ৯৩ জনের।
দেশে করোনা সংক্রমণের ৪৮৭ তম দিনে আজ বুধবার (৭ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬শ’ ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১ হাজার ১শ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫শ ৬৮। শনাক্তের হার ৩১ দশমিক তিন দুই শতাংশ। একদিনে সুস্থ হয়েছে ৫ হাজার ৯শ ৮৭ জন; এনিয়ে মোট করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৫০ হাজার ৫শ ২ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭।
এছাড়া, খুলনা বিভাগে রেকর্ড ৬৬ জনের মৃত্যু হয়েছে। এরপরই আছে ঢাকা বিভাগ, ৫৮ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২১, রাজশাহীতে ১৮, রংপুরে ১৪, সিলেটে ৯, ময়মনসিংহে ৮ ও বরিশালে সাতজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আট বিভাগের মধ্যে আজ রংপুরে সর্বোচ্চ শনাক্তের হার ৪১ দশমিক আট শূন্য।
এর আগে, সোমবার (৫ জুলাই) মারা যান ১৬৪ জন, যা দেশে একদিনে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু। গতকাল মঙ্গলবার মারা যান ৩য় সর্বোচ্চ ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনার ডেল্টা ভেরিয়েন্টে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা।
Discussion about this post