হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি এবং নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত ৪২ তম বিসিএসের ১০২ চিকিৎসকের তিন বছরের অসাধারণ ছুটি মঞ্জুর করেছে কর্তৃপক্ষ।
রোববার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি এবং নন-রেসিডেন্সি কোর্সে (মেডিসিন, পেডিয়াট্রিক্স, ডেন্টাল ও প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের বিভিন্ন বিভঅগে) ভর্তিকৃত নিম্নোক্ত বেসরকারি শিক্ষার্থীদেরকে ৪২তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছেন বিধায় তাদের আবেদনের প্রেক্ষিতে চাহিদাকৃত ছুটির তারিখ থেকে প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে স্ব-স্ব কোর্সে ফিরে আসা পর্যন্ত তিন বছর অসাধারণ ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়েছে।’
Discussion about this post