হার্টবিট ডেস্ক
এফসিপিএস অফথালমোলজি প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন কোর্স স্থগিত করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।
আজ শনিবার (১৩ মার্চ) ওয়েবসাইটে ইস্যুকৃত বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা, ‘অনিবার্য কারণবশত বিসিপিএসের ফ্যাকাল্টি অব অফথালমোলজি কর্তৃক আয়োজিত এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ১২-২৪ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন কোর্স স্থগিত করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘ওই কোর্সে ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের টাকা ফেরত প্রদানের জন্য ব্যাংক একাউন্ট উল্লেখপূর্বক অনারারি সচিব বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’








Discussion about this post