হার্টবিটডেস্ক
চট্টগ্রামে নতুন করে ৫৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৪ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩২ জনই নগরীর বাসিন্দা।
বাকি ১৯৮ জনের মধ্যে লোহাগাড়ার ২১, সাতকানিয়ার ১৬, বাঁশখালীর ১১, আনোয়ারার ৯, চন্দনাইশের ৮, পটিয়ার ১৫, বোয়ালখালীর ৩৪, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ১৬, হাটহাজারীর ১৭, ফটিকছড়ির ১০, মিরসরাইয়ের ২৩, সীতাকুণ্ডের ৭ ও সন্দ্বীপ উপজেলার ৬ জন রয়েছেন।
এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৩৬১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৯৯২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
Discussion about this post