হার্টবিট ডেস্ক
করোনার মহামারী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে আমরা আজকে ফাইনাল প্রফ আপাতত স্থগিত করে দিয়েছি। যেহেতু চবির অধীনে সকল পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি ফাইনাল নেওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। লকডাউন শিথিল করা হলে, আমরা সংক্ষিপ্ত নোটিস দিয়ে পরীক্ষা নিয়ে নিব। আর ৭ জুলাইয়ের পর লকডাউনের অবস্থা বুঝে পরীক্ষা নেওয়া হবে।’
চবি ফাইনাল প্রফের বিষয়ে নতুন নির্দেশনা আবার কবে আসতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘আমরা এমনভাবে প্রস্তুত আছি। সরকার আপাতত ৭ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। ৭ জুলাইয়ের পর যদি লকডাউন উঠিয়ে নেওয়া হয়, তাহলে আমরা ১০ তারিখেও পরীক্ষা শুরু করে দিতে পারি।’
গত ১৭ জুন অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানান, চবির অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামী ৪ জুলাই সরকারের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলে সরকার যদি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দেয়। তাহলে আমরা সরকারের সিদ্ধান্তের বাইরে যাবো না।’
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে জানিয়ে তিনি বলেন, ‘চবির ফাইনাল প্রফের বিদেশী শিক্ষার্থী যারা আছেন। ইতিমধ্যে তারা দেশে এসে গেছেন এবং কোয়ারেন্টাইনে আছেন। আমরা চবি থেকে পরীক্ষার রুটিন দিয়েছি। এরপরও যদি নতুন কোনো নির্দেশনা আসে তা জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘চলতি মাস থেকেই ইন্টার্ণ সংকট শুরু হয়ে যাবে। ইন্টার্ন না থাকলে হাসপাতাল চালানো কষ্টসাধ্য। ফলে হাসপাতাল চালানোর জন্য করোনা পরিস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক অত্যন্ত জরুরি। অতএব এই সময়ে ফাইনাল প্রফ পরীক্ষা হওয়া প্রয়োজন।’
Discussion about this post