হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল কাদের (৬৫), কাজল মীর (৫০) ও হেলাল উদ্দিন (৩০)।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৫ জনের মৃত্যু হলো। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে এ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছে।
মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে নতুন ১২ জন রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি আছেন ১০৬ জন রোগী। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৯২টি নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৬৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯২ জন।
Discussion about this post