হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭২৪ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৯৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৫৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চমেক ল্যাবে ৬ জন এবং সিভাসু ল্যাবে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৬টি নমুনা পরীক্ষা করে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষা করে ৩ জন, আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ১ জন, ল্যাব এইডে ৪টি নমুনা পরীক্ষা করে ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি, মেডিক্যাল সেন্টার ল্যাবে ২২টি এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি। তবে অ্যান্টিজেন টেস্টে ১০৫টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭৯৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ২০ জন।
Discussion about this post