হার্টবিট ডেস্ক
চিকিৎসা বিদ্যা বিষয়ে নেই কোনও ডিগ্রি তবুও নিজস্ব প্যাডে নামের আগে বসিয়েছেন ডাক্তার শব্দটি। রীতিমতো রোগী দেখার পাশাপাশি দিতেন ব্যবস্থাপত্র। এভাবে দীর্ঘদিন ধরেই প্রতারণা চালিয়ে আসছিলেন গুরুদাসপুর উপজেলার বাসিন্দা এ এস আজাদ (৬২)। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের অভিযানে আটক হন তিনি।
পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল ভুয়া ডাক্তার আজাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
নাটোরের র্যাবের কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত এ এস আজাদ (৬২) গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর এলাকার হাসেন আলী মুন্সির ছেলে।
কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় বাজারে অভিযান চালানো হয়। এসময় ডিগ্রি না থাকলেও ডাক্তার হিসেবে পরিচয় এবং অবৈধভাবে প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক আজাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
Discussion about this post