হার্টবিট ডেস্ক
সেপ্টেম্বর মাস শেষ হতে আরো ৬ দিন বাকি। অথচ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেলো সাড়ে ছয় হাজার। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ থেকে ২৪ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোট ছয় হাজার ৫৩৮ জন।
নতুন ১৭৮ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন আর বাকিরা ঢাকার বাইরে।
কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এক হাজার ৪৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮২৭ জন, অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২২১ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৬ হাজার ৮৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭৮৭ জন।
এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম। চলতি বছরে মোট শনাক্ত হওয়া ১৬ হাজার ৮৯৪ জনের মধ্যে গত আগস্ট মাসে সর্বোচ্চ সাত হাজার ৬৯৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কন্ট্রোল রুম।
Discussion about this post