অনলাইন ডেস্ক
চলতি বছরের শেষ দিকে আরও ৮৯ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। এর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজারের ও ১৮ লাখ ডোজ মর্ডানার ভ্যাকসিন।
বুধবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ৮৯ লাখ ডোজ ভ্যাকসিন আসার খবরটি জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দের অংশ হিসেবে ১৮ লাখ ডোজ মর্ডানার ভ্যাকসিন এবং যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া ৭১ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন বরাদ্দ পেয়েছি। এসব ভ্যাকসিন চলতি বছরের শেষ প্রান্তিকে পাঠাবে। আমরা এই সময়ের মধ্যে আরও ভ্যাকসিন বরাদ্দ পাওয়ার আশা করছি। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ।
Discussion about this post