হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিন, করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ২৮৩ জন। এ ছাড়া নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে ৫০ জন নগরের এবং ২৬ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৩৮৮ জন।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। অবশ্যই মাস্ক পড়ে চলাচল করুন আর অন্যকেও পড়তে উৎসাহিত করুন।
Discussion about this post