হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলাটিতে নতুন করে ৫০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩০ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২০ জন। অন্যদিকে, মারা যাওয়া দুই ব্যক্তিই নগরের বাসিন্দা।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৬। এদিন কেউ মারা যায়নি।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাবে অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১ হাজার ২৮১ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের।
Discussion about this post