হার্টবিট ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনা মহামারি থেকে সফল পুনরুদ্ধারের জন্য অবশ্যই বৈশ্বিকভাবে টিকাদান কর্মসূচির বাস্তবায়ন প্রয়োজন। এজন্য সবার জন্য টিকা সরবরাহের প্রতি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে শান্তির সংস্কৃতিবিষয়ক জাতিসংঘের উচ্চতর ফোরামে দেয়া স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী টিকার জাতীয়করণকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন এবং বিশ্বকে এ ধরনের টিকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন সময় এসেছে উন্নয়ন অংশীদারদের আরও বেশি মানবিক হওয়ার এবং যাদের টিকা প্রয়োজন, বৈষম্যহীনভাবে তাদের তা প্রদান করার। টিকা হওয়া উচিত বৈশ্বিক সাধারণ সম্পদ।’
করোনা থেকে স্থিতিশীল পুনরুদ্ধারে শান্তির পরিবেশ বিনির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এ ছাড়া শান্তি ও উন্নয়নের পারস্পরিক গভীর আন্তঃসম্পর্কের কথা উল্লেখ করে যথাসময়ে এজেন্ডা ২০৩০- এর বাস্তবায়নের প্রতি জোর দেন মন্ত্রী।
Discussion about this post