হার্টবিট ডেস্ক
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগে নিউরোসার্জারিক্যাল স্কিল ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।
সূত্রে জানা যায়, নিউরোসার্জারি বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং ছাত্র-ছাত্রীদের হাতে কলমে বাস্তবসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে এই ল্যাব চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আসা রোগীরা সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করে রোগীদেরকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখা। এই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও সংশ্লিষ্ট অফিসগুলোর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’একইসঙ্গে বিশ্বের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সুপার স্পেশালিটির উপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে করোনাকালে সাধারণ রোগীদেরকে সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা পেশায় অনন্য অবদান রাখায় রিয়েল হিরো’স এ্যাওয়ার্ডস ২০২১ পাওয়ায় বিএসএমএমএমইউ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
Discussion about this post