হার্টবিট ডেস্ক
সিনোফার্মের ২ লাখ ৫৫ হাজার এবং মডার্নার ৫৮ হাজার ৮০০ ডোজসহ আরো ৩ লক্ষাধিক (৩ লাখ ১৩ হাজার ৮০০) ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে। রোববার (গতকাল) ভোরে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার ভোরে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সিনোফার্ম ও মডার্নার ৩ লক্ষাধিক ডোজ টিকা আমরা গ্রহণ করেছি। এরপর এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এর আগে গত ২১ আগস্ট মডার্নার ৩৩ হাজার ৬০০ ডোজ ও সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ২০০ ডোজসহ মোট ১ লাখ ৫৬ হাজার ৮০০ ডোজ টিকা আসে চট্টগ্রামে।
১৪ আগষ্ট আসে মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ। এর মধ্যে মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ টিকা ছিল। এছাড়া কয়েক দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৯ লাখের বেশি ডোজ টিকা আসে চট্টগ্রামে।
Discussion about this post