হার্টবিট ডেস্ক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৯০। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যান ৭ জন। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন সিলেট জেলার ও একজন হবিগঞ্জের বাসিন্দা।
একই সময়ে বিভাগে ৯৭৩ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৬০, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১৪ ও মৌলভীবাজারের ২৬ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫৩ হাজার ২০৩।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২৩৮ জন। তাঁদের মধ্যে ১৯০ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩৮২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ৬৬০।
Discussion about this post