হার্টবিট ডেস্ক
চুক্তি মোতাবেক সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে টিকা না পেলে সে টাকা ফেরত দিতে হবে বলেও সাফ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমাদের ভারতে যে অর্ডার দেওয়া ছিল, তার ২ কোটি ৩০ লাখ টিকা পাইনি, এখনো আমরা অপেক্ষায় আছি।
‘আমরা যোগাযোগে থাকি, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে যোগাযোগে থাকি, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাব।’
তিনি আরও বলেন, ‘যদি কিনা আমরা এ টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে এবং ফেরত দিতে হবে। আমরা আশা করি পাব, আমরা আশা ছাড়িনি।’
করোনাভাইরাস প্রতিরোধী ৩ কোটি ডোজ টিকা কিনতে গত বছরের ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রতি মাসে ৫০ লাখ ডোজ দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পায়নি। সেরাম থেকে কেবল জানুয়ারিতে ৫০ লাখ, ফেব্রুয়ারি ২০ লাখ ডোজ টিকা এসেছে। সে হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ চুক্তির তিন কোটি টিকার মধ্যে পেয়েছে মাত্র ৭০ লাখ টিকা।
Discussion about this post