হার্টবিট ডেস্ক
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটোরিয়ামে নন-রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের ভাতা প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদেরকে নিজ পরিবারের সদস্য মনে করে স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ নন-রেসিডেন্সী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, রোগীদেরকে ভালোবেসে নিজ পরিবারের সদস্যদের মতো সেবা দিন। নন-রেসিডেন্ট ছাত্র-ছাত্রীবৃন্দ গ্রামে মানুষকে চিকিৎসাসেবা প্রদানে সবচাইতে বড় ভূমিকা রাখছেন।
তিনি বলেন, তাদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা এবং অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নন রেসিডেন্সি ছাত্রছাত্রীদেরকে মাসিক বৃত্তি প্রদান করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর জানান, চিকিৎসা পেশার মতো একটি মর্যাদাপূর্ণ পেশার মান উন্নয়নে উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্য শিক্ষা সচিব বলেন, ‘চিকিৎসা সেবা সবচেয়ে মহান পেশা। একজন মানুষ অসুস্থ হলে একজন চিকিৎসকই তাকে সুস্থ করে তোলেন। চিকিৎসা পেশার মতো একটি মর্যাদাপূর্ণ পেশায় উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিকমানের উচ্চ শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা জরুরি। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
একজন ভালো শিক্ষার্থী, একজন ভালো চিকিৎসক হওয়ার জন্য ছাত্রছাত্রীদেরও প্রচণ্ড ইচ্ছাশক্তি, গভীর মনোযোগ, দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা থাকতে হবে বলে জানিয়েছেন আলী নূর।
বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নন রেসিডেন্ট শিক্ষার্থী ডা. তানভীর আহমেদ, ডা. জান্নাতুল মাস্তুরা প্রমুখসহ অধিভুক্ত বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও নন রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় পাঁচশ’ শিক্ষার্থীদেরকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
Discussion about this post