হার্টবিট ডেস্ক
দেশে করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গু সংক্রমণ ক্রমেই ভয়ানক আকার ধারণ করায় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিতে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সাধারণ হাসপাতালের পাশাপাশি কোভিড হাসপাতালগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।’
সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোধে আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে। বাড়িতে ফুলের টবসহ বাসার ভেতরে-বাইরে জমে থাকা যেসব পানি আছে, সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। তিন দিনের বেশি সময় বাসার বাইরে কেউ অবস্থান করলে বাথরুমের কমোড, প্যান ইত্যাদি ঢেকে রাখতে হবে।’
এসময় ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক সতর্কতা হিসেবে সকলকে দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ডিজি।
এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড), টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
Discussion about this post