হার্টবিট ডেস্ক
বিশ্বব্যাপী করোনার চিকিৎসায় পরীক্ষামূলকভাবে আরও তিনটি ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওষুধগুলো হলো আর্টেসুনেট, ইমাটিনিব ও ইনফ্লিক্সিম্যাব। এদের মধ্যে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় আর্টেসুনেট। ইমাটিনিব প্রয়োগ করা হয় ক্যানসারের প্রতিষেধক হিসেবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত জটিলতায় ব্যবহার করা হয় ইনফ্লিক্সিম্যাব।
ডব্লিউএইচও’র তত্ত্বাবধানে এই গবেষণা চলছে ৫২ দেশের কয়েকশ’ হাসপাতালের রোগীদের ওপর। এর আগে কার্যকারিতা পরীক্ষা করা হয় অপর চারটি ওষুধের। দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে না রেমডেসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইন।
তবে, এ পর্যন্ত গুরুতর কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় কেবল কর্টিকোস্টেরয়েড কিছুটা কার্যকর বলে প্রমাণ মিলেছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, সমন্বিত যে পরীক্ষা চলছে তার পরবর্তী ধাপে ওষুধগুলো ব্যবহার করা হবে। স্বাধীন বিশষজ্ঞ দলের সদস্যরা এগুলো নির্বাচন করেছেন। ৫২ দেশের ৬ শতাধিক হাসপাতালে চলছে ট্রায়াল। গত অক্টোবরে চারটি ওষুধের কার্যকারিতা নিয়ে যে পরীক্ষা হয় তার চূড়ান্ত ফল পাওয়া যাবে আগামী মাসে।
Discussion about this post