হার্টবিট ডেস্ক
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজ কলেজগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিনই হতে পারে। এটা দাপ্তরিক কোনো ঘোষণা না। সবার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। সে কারণে আমাদের প্রস্তাবনা ছিল, আগস্টের শেষ দিকে খোলার। তবে করোনার প্রকোপসহ নানা কারণে অনেকে চলতি মাসে কলেজগুলো খোলার বিপক্ষে মত দিয়েছেন। তারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খোলার পক্ষে।’
এর আগে আগামী ২৮ আগস্ট মেডিকেল কলেজগুলো খোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া নোটিশ ছড়িয়ে পড়ে। এর সত্যাসত্য যাচাই ছাড়াই কোনো কোনো জাতীয় গণমাধ্যম এ নিয়ে সংবাদ পরিবেশন করে। পরে প্রকাশিত খবর পোর্টাল সরিয়েও দেয় তারা।
বিষয়টি সঠিক নয় জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এ সংক্রান্ত কোনো নোটিস স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি। মেডিকেল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত করতে কেউ এই ভুয়া নোটিসটি ছড়িয়ে দিয়েছে। এখানে অধিদপ্তরের নাম ভুল লেখা হয়েছে। স্বাক্ষরিত কর্মকর্তার নামও ভুল লেখা হয়েছে। আর মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলা নিয়ে গতকাল কোনো মিটিংও হয়নি। এর ভাষা ও শব্দ চয়ন হাস্যকর।’
Discussion about this post