;
হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। এ সময় আরও ৬ হাজার ৬৮৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ রোববার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি করোনা পরীক্ষাগারে ৩১ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৩৩ হাজার একটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ লাখ আট হাজার ৫২১টি। পরীক্ষায় আরও ছয় হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ জন ও নারী ৮৬ জন। তাঁদের মধ্যে ১৪১ জন সরকারি, ৪২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তিন জন বাড়িতে মৃত্যুবরণ করেছে এবং একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৯৪৩ জন পুরুষ (৬৫.৯৫ ভাগ) ও আট হাজার ২৩২ জন নারী (৩৪.০৫ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ২০ দশমিক ২৫ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭০ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ২০ জন, পঞ্চাশোর্ধ্ব ৪০ জন এবং ষাটোর্ধ্ব ১১৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকায় ৭১ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ২১ জন, বরিশালে আটজন, সিলেটে ১৩ জন, রংপুরে ১৩ জন ও ময়মনসিংহে ১০ জন রয়েছেন।
Discussion about this post