হার্টবিট ডেস্ক
করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৯৮৮ জন। এ সময় ছয় হাজার ৮৮৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।
আজ শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৭৮ জনের মধ্যে পুরুষ ১০৯ জন এবং নারী ৬৯ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৫ জন এবং বাসায় চারজনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭০৭টি পরীক্ষাগারে ৩২ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩৩০টি নমুনা।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা সাত হাজার ৮০৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭০ ভাগ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৩ হাজার ৯৮৮ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৮৪২ জন (৬৬ দশমিক শূন্য চার ভাগ) ও নারী আট হাজার ১৪৬ জন (৩৩ দশমিক ৯৬ ভাগ)।
Discussion about this post