হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১১ হাজার ১৬৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন এবং নারী ১১০ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন এবং বাসায় ১০ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭০৮টি পরীক্ষাগারে ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৭ হাজার ৪২৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮২ লাখ ১২ হাজার ৪১টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৮ ভাগ।
দেশে এ পর্যন্ত করোনায় ২৩ হাজার ১৬১ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৮৪ জন (৬৬ দশমিক ৪২ ভাগ) ও নারী সাত হাজার ৭৭৭ জন (৩৩ দশমিক ৫৮ ভাগ)।
Discussion about this post