হার্টবিট ডেস্ক
মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী ‘মাস্ক ট্রি’ বা মাস্ক গাছ এই প্রচারণা চালিয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানা। মানুষ বিনামূল্যেই এই গাছ থেকে নিতে পারবে রঙ বেরঙের সব মাস্ক।
বিট পুলিশিং ডে উপলক্ষে শনিবার (৭ আগস্ট) সকালে ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।
এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন, পিআই (ডবলমুরিং) মো. রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা, বিট অফিসার (দক্ষিণ আগ্রাবাদ) এস আই অর্ণব বড়ুয়া প্রমুখ।
মো. আব্দুল ওয়ারীশ বলেন, এখন করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় মাস্ক পরা জরুরি। গাছের কাঠামোতে মাস্ক রেখেছি, যাতে মানুষ মাস্ক নিতে পারে। প্রত্যেকে মাস্ক পরলে করোনা সংক্রমণ কমানো যাবে। করোনার বিস্তার রোধে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু পুলিশের এসব অসাধারণ উদ্যোগের কথা মানুষ মনে রাখবে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বিট পুলিশিং ডে উপলক্ষে মানুষের মধ্যে মাস্ক পরার সচেতনতা বৃদ্ধির জন্যই এই ‘মাস্ক ট্রি’। ডবলমুরিং থানার ৬টি বিটের মোট ১০টি স্পটে এসব গাছ লাগানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি গাছে এক হাজার করে মোট ১০ হাজার মাস্ক থাকবে। পথচারীরা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে এসব গাছ থেকে মাস্ক নিতে পারবেন।
Discussion about this post