হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছে ১৯৪ জন এবং সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। গতকাল শুক্রবার (৬ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো ২১৪ জন
আজ বুধবার (৭ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২০৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ১৯৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল চার হাজার ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩১২ জন।
এপর্যন্ত ডেঙ্গু সন্দেহে আট জনের মৃত্যুর তথ্য আইইডিসিয়ারে পাঠানো হয়েছে। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন মৃত্যুর সংবাদ নিশ্চিত করেনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছিল সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। চলতি সপ্তাহ থেকে আবারো অভিযান শুরু করা হবে।
Discussion about this post