হার্টবিট ডেস্ক
মহামারি করোনা থেকে সুরক্ষা পেতে দেশে গণটিকাদান কার্যক্রম আগামী ৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।’
শনিবার (০৭ আগস্ট) প্রথম দিন প্রায় ৩২ লাখ টিকা দেওয়া হবে বলে জানা গেছে।
Discussion about this post