হার্টবিট ডেস্ক
করোনা রোগীদের সহজে অক্সিজেন দিতে চট্টগ্রামের ৬টি হাসপাতালকে ১২ সেট বাইপেপ (বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার) মেশিন দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার কার্যালয়ে সভাপতি মাহবুবুল আলম হাসপাতাল প্রতিনিধিদের কাছে এসব মেশিন হস্তান্তর করেন। ৬টি হাসপাতালকে দুটি করে বাইপেপ মেশিন ও মাস্ক দেওয়া হয়েছে।
হাসপাতালগুলো হলো- চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল, ইউএসটিসি, সাদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আল মানাহিল নার্চার হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এছাড়া হাটহাজারী, রাউজান, পটিয়া ও কর্ণফুলী উপজেলায় বিতরণের জন্য চেম্বারের পক্ষ থেকে এক হাজার করে মাস্ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামের সব উপজেলায় এসব পাঠানো হবে। এসব সামগ্রী হস্তান্তরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রাম অঞ্চলে সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুহার বাড়ছে।
চেম্বারের পক্ষ থেকে এর আগে নগরীর বিভিন্ন স্থানে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন, হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি প্রদান করা হয়। চিকিৎসা সামগ্রী গ্রহণকালে উপস্থিত হাসপাতালের চিকিৎসকরা বলেন, বর্তমানে দূরদূরান্তের গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে, যাদের চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য নেই। কেননা এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই দরিদ্র রোগীদের করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, ডাক্তার ও নার্সদের যাতায়াতের জন্য পরিবহণ সরবরাহ, চট্টগ্রামে একটি অক্সিজেন ডিপো স্থাপন, হাসপাতালে সাব-স্টেশন, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড ইত্যাদি যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এছাড়া হাসপাতালের যাকাত ও দরিদ্র তহবিলে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।
এ সময় চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।
Discussion about this post