হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাসের ডেল্টা জল বসন্তের মতো সহজেই ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) অপ্রকাশিত এক প্রতিবেদন সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম এসব খবর দিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তিরাও ভাইরাসটির এই মারাত্মক ধরন, টিকা না নেয়া ব্যক্তিদের মতোই সমানভাবে ছড়িয়ে দিতে পারেন।
সিডিসির তথ্য-উপাত্ত নিয়ে বৃহস্পতিবার দ্য ওয়াশিংটনে প্রথম সংবাদ প্রকাশ করে। এ প্রসঙ্গে সিডিসির পরিচালক ড. রোসেল পি ওয়ালেনস্কি জানান, ডেল্টায় সংক্রমিক টিকা নেয়া ব্যক্তিদের নাকের ভেতরে একই পরিমাণ ভাইরাস পাওয়া যাচ্ছে, যেমনটা পাওয়া যাচ্ছে টিকা না নেয়া ব্যক্তিদের মধ্যেও। ফলে তারাও সমানভাবে ভাইরাসটি ছড়িয়ে দিতে পারেন।
সিডিসির তথ্য অনুযায়ী, করোনার ডেল্টা ধরন মার্স, সার্স, ইবোলা, সাধারণ ঠাণ্ডা ও মৌসুমী ফ্লু এবং গুটি বসন্তের চাইতেও অনেক বেশি সংক্রামক।
সিডিসি মনে করছে, ডেল্টার কারণে করোনা বিরুদ্ধে লড়াইয়ের কৌশল পরিবর্তনের সময় এসে গেছে এবং এনিয়ে এখনই মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
সংস্থাটির হিসাবে, আমেরিকাতে টিকাকরণ শেষ হওয়া ১৬ কোটি ২০ লাখ মানুষের মধ্য থেকে প্রতি সপ্তাহে গড়পড়তায় ৩৫ হাজার জন ডেল্টা ধরনে সংক্রমিত হচ্ছেন। তবে মৃদু বা উপসর্গ না থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে না পারায় এই সংখ্যা আরো বেশি হতে পারে।
ডেল্টার অতি সংক্রমণ ক্ষমতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে সব মার্কিন নাগরিককে আবারো মাস্ক ব্যবহার করতে বলেছে। বিশেষ করে স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন অফিসের কর্মীদের সব সময় মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সিডিসি।
এমনকি টিকা নেয়া ব্যক্তিদেরও মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। কারণ, টিকা নেয়া মানুষও ডেল্টা ছড়াতে পারে। তবে টিকা নেয়া ব্যক্তিরা অন্যদের চাইতে নিরাপদ বলে জানিয়েছে সিডিসি।
Discussion about this post