হার্টবিট ডেস্ক
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ২৫৫ জন। এ সময় ১৫ হাজার ২৭১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ জন এবং নারী ১১৬ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাসায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৬৪৩টি পরীক্ষাগারে ৫৫ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫২ হাজার ২৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৩৬ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১০ লাখ ৫০ হাজার ২২০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য শূন্য ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ ভাগ।
দেশে এ পর্যন্ত করোনায় ২০ হাজার ২৫৫ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন (৬৭ দশমিক ৮৮ ভাগ) ও নারী ছয় হাজার ৫০৫ জন (৩২ দশমিক ১২ ভাগ)।
Discussion about this post