হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৪ জন, তার মধ্যে ১৮১ জনই ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার ১৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। কোভিড পরিস্থিতির কঠিন সময়ে হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।
এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছিল সিটি কর্পোরেশন। এরই মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। চলতি সপ্তাহ থেকে আবারো অভিযান শুরু করা হবে।
২০১৯ এ ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ একহাজার ৩৫৪ জন।
Discussion about this post