হার্টবিট ডেস্ক
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন।
এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং অপর দুই জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান ।
এদিকে জেলা সিভিল সার্জন সুত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
ডা. আব্দুল মোমেন বলেন, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২০১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫১ জন করোনা আক্রান্ত এবং ৫০ জনের করোনার উপসর্গ রয়েছে।
Discussion about this post