হার্টবিট ডেস্ক
করোনা মোকাবিলায় রোগীদের সেবায় রাজস্বখাতে চার হাজার নার্স নিয়োগের পদ সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় রাজস্বখাতে দশম গ্রেডে চার হাজার সিনিয়র স্টাফ নার্স এর পদ অস্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে আরও বলা হয়েছে, ‘এ পদ সৃজনে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি রয়েছে এবং বিদ্যমান টিওএল্ডই-তে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্তির পর পদগুলো অস্থায়ী হিসেবে চিহিৃত করে টিওেএল্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওএল্ডই এর কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।’
‘উল্লিখিত সিনিয়র স্টাফ নার্সদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মিটানো হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post