হার্টবিট ডেস্ক
সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ রোগী মারা গেছেন। এর মধ্যে ১২ জনই করোনা পজিটিভ।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি জানান, হাসপাতালে ১৬৩ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। এসময়ের মধ্যে মারা গেছেন সাত জন। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও একজন উপসর্গের রোগী আছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ৪৩ করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। আর ছাড়পত্র নিয়েছেন দুই জন। মারা গেছেন দুই জন।
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে ৬২ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। আর ছাড়পত্র নিয়েছেন ১৫ জন। মারা গেছেন একজন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত ৮৯ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ১৭ জন। আর মারা গেছেন তিন জন রোগী।
Discussion about this post