হার্টবিট ডেস্ক
দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত করতে নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য বেসরকারি ৭৮টি প্রতিষ্ঠানে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। অ্যান্টিজেন টেস্টের অনুমতি পাওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব স্থানে অ্যান্টিজেন পরীক্ষার নমুনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৭০০ টাকা। তবে বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। আবার একই পরিবারের একাধিক সদস্যের নমুনা নেওয়া হলে সেক্ষেত্রেও অতিরিক্ত চার্জ ৫০০ টাকাই নিতে হবে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ উদ্দিন মিঞার অনুমোদন পাওয়া হাসপাতালগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
ডা. ফরিদ মিয়া বলেন, “এসব প্রতিষ্ঠান অ্যান্টিজেন টেস্টের অনুমতি চেয়ে আবেদন করেছিল। আমরা যেসব শর্ত দিয়েছিলাম তারা সেগুলো পূরণ করেছে। এ কারণে আমরা অনুমোদন দিয়েছি।”
অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখবিহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়, আরএনএ বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়।
গত বছর দেশে নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর শুধু আরটি-পিসিআর পরীক্ষাই চলত। গত বছরের ৫ ডিসেম্বর অ্যান্টিজেন পরীক্ষা চালু করে সরকার। সরকার এই পরীক্ষাটি বিনামূল্যে করে দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞার স্বাক্ষরে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়, কোভিড মহামারীর সময় আরটিপিসিআরের পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট চালু করা খুবই জরুরি। সরকারিভাবে ১০০ টাকায় অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। কিন্তু বেসরকারি খাতে এই টেস্ট চালু করা খুবই জরুরি।
টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহ:
১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।
২. এন্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS -2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।
৩. অনুমােদিত কীটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).
৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।
৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।
৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো হলো-
০১। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, প্লট নং-৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
০২। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ২৬/৪, দারুস সালাম রােড, মিরপুর-১, ঢাকা-১২১৬।
০৩। গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড, ৩২, গ্রিন রােড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
০৪। থাইরােকেয়ার বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সেন্টার,(১২ তম ফ্লোর), কে-৯, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা- ১২১২।
০৫। থাইরয়েড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাড়ি নং- ১০৬, রােড নং-০৭, মােহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।
০৬। ডেলটা হাসপাতাল লিমিটেড, ২৬/২, প্রিন্সিপাল আবুল কাসেম রােড, মিরপুর, ঢাকা-১২১৬।
০৭। সানি ডায়াগনস্টিক মুগদা, ৪৫/১-এফ, নর্থ মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪।
০৮। ইউনাইটেড হসপিটাল লিমিটেড, প্লট-১৫, রােড-৭১, গুলশান, ঢাকা-১২১২।
০৯। ফারাবী জেনারেল হাসপাতাল লি., হাউজ নং-৮/৩, রােড-১৪(নিউ), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
১০। সি আর এল ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২), ১৫১/৭, ৩য় ফ্লোর, ৩/এ, গ্রীনরোড, ঢাকা – ১২০৫।
১১। নােভাস, ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লি., ১/১/বি, পরিবাগ, ঢাকা-১০০০।
১২। ওয়েসিস হসপিটাল, সােবহানিঘাট সিলেট ।
১৩। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, ঢাকা।
১৪। হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লি., ১৬৪, ইস্ট কাফরুল, ঢাকা-১২০৬।
১৫। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., নিউ বিল্ডিং অফ শেভরন-হালিশহর শাখা, শান্তিবাগ, চট্টগ্রাম ।
১৬। আল-মানার হাসপাতাল লি., প্লট নং-৩, ব্লক নং- ই, সাতমসজিদ রোড, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭ ।
১৭। ভিক্টোরিয়া হেল্থ কেয়ার লি., কসমােপলিটন সেন্টার (২য় তলা) ২২/২ বার রােড, মােহাম্মদপুর, ঢাকা- ১২০৭।
১৮। ডি এম এফ আর মল্যিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক বিডি লিমিটেড, নাভানা নিউবেরি প্লেস, ৪/১/এ, সােবহানবাগ, মিরপুর রােড, ঢাকা-১২০৭।
১৯। প্রাভা হেল্থ অ্যান্ড বাংলাদেশ লি., প্লট-৯, রােড-১৭, ব্লক-সি,বনানী, ঢাকা-১২১৩।
২০। বায়েমেড ডায়াগনস্টিকস, নাভানা নিউবেরি প্লেস, ৮ম তলা, ৪/১/এ সােবহানবাগ, মিরপুর রােড, ঢাকা- ১২০৭।
২১। জাহান আরা ক্লিনিক লিমিটেড, হাউজ-২ অ্যান্ড ৪, রােড-১, সেক্টর-১, উত্তরা মেডিকেল টাউন, ঢাকা-১২৩০।
২২। আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ৮৭, পুরানা পল্টন লেন, পল্টন টাওযার, থার্ড ফ্লোর, ঢাকা- ১০০০।
২৩। আজগর আলী হসপিটাল, ১১১/১/এ, ডিসটিলিয়ারী রােড, গেন্ডারিয়া , ঢাকা-১২০৪।
২৪। প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, হােসাফ টাওয়ার, ৪র্থ ফ্লোর, মালিবাগমােড়, ঢাকা।
২৫। ইব্রাহিম জেনারেল হাসপাতাল, কমার্সিয়াল প্লট নং- (২৭,২৮), মেইন রােড-১, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬।
২৬। ডা. ফরিদা হক মেমােরিয়াল ইব্রাহিম জেনারেল হসপিটাল, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
২৭। শহীদ খালেক ইব্রাহিম জেলারেল হসপিটাল ৪/১, র্যানকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩।
২৮। মহিলা ও শিশু হাসপাতাল, প্লট নং- ৩০, সেক্টর-৮, হাসপাতাল রােড, উত্তরা, ঢাকা।
২৯। ফেমাস স্পেশালাইজড হসপিটাল, হাউজ-০৫, ব্লক-এইচ, মেইন রােড, মেরাদিয়া বাজার, বনশ্রী, ঢাকা।
৩০। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, হাউজ-৪৮, রােড-৯/এ, সাতমসজিদ রােড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
৩১। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ১/১-সি, কল্যাণপুর, মিরপুর রােড, ঢাকা-১২১৬।
৩২। ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার,হাউজ-৬৮, জেল রােড, ঘােপ, যশাের।
৩৩। ইবনে সিনা ডি, ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, হাউজ-৫২, গরিব-ই- নেওয়াজ এভিনিউ , সেক্টর-১৩, উত্তরা, ঢাকা- ১২৩০।
৩৪। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, হাউজ-বি, জলেশ্বর, আরিচারােড, সাভার, ঢাকা- ১৩৪০।
৩৫। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ, হাউজ ৪৭৯, ডি আই টি রােড, মালিবাগ, ঢাকা- ১২১৭।
৩৬। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মিরপুর, হাউজ ১১, এভিউনিউ-৩, রূপনগর, মিরপুর-২, ঢাকা-১২১৬।
৩৭। ইবনে সিনা হাসপাতাল, হাউজনং-৬৪, রােড নং-১৫/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯।
৩৮। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড সােবহানিঘাট পয়েন্ট, সিলেট ।
৩৯। ইবনে সিনা ডি. ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ, ২৮,দয়াগঞ্জ (হাট লেন), গেন্ডারিয়া, ১২০৪।
৪০। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ লিঃ, ২৭/৪, ঢাকেশ্বরী রােড, লালবাগ, ঢাকা-১২১১।
৪১। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, চট্রগ্রাম,১২/১,রােড-২,কাতালগঞ্জ আর/এ, পাচঁলাইশ, চট্টগ্রাম।
৪২। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বগুড়া, হাউজ-১১০৩/১১১৬, কানােজগাড়ী, শেরপুর রােড, বগুড়া।
৪৩। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কেরানীগঞ্জ, হাউজ- মা প্লাজা, কদমতলী মােড়, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।
৪৪। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কুমিল্লা, ২৯, কোটবাড়ী রােড, টমসম ব্রীজ, কুমিল্লা- ৫০০।
৪৫। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, চ-৭২/১, প্রগতি স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।
৪৬। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ২১, শ্যামলী, মিরপুর রােড, ঢাকা- ১২০৭ ।
৪৭। হেলথ কেয়ার ডায়াগণস্টিক সেন্টার লিঃ, ২৩/২, খিলজী রােড, শ্যামলী, ঢাকা-১২০৭।
৪৮। গুলশান ক্লিনিক লিঃ ১৩-গ, প্রগতি স্মরণী, শাহাজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
৪৯। মেডিকেল সেন্টার হাসপাতাল, ৯৫৩, ও, আর নিজাম রােড, পাচঁলাইশ, চট্রগ্রাম-৪০০০।
৫০। অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লি., ৭১/৪, হােসেনী দালান রােড, চাঁনখারপুল, ঢাকা ১২১৯।
৫১। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., ৭৪জি/৭৫, পিকক স্কয়ার, নিউ এয়ারপাের্ট রােড, মহাখালী, ঢাকা-১২১৫।
৫২। মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মুন্ন সিটি, গােয়ালন্দ, মানিকগঞ্জ।
৫৩। ইসলামি ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন, ৭১-৭২, ভিআইপি রােড, নয়াপল্টন, ঢাকা-১০০০।
৫৪। ইসলামি ব্যাংক হসপিটাল মিরপুর, প্লট নং- ৩১, মেইন রােড- ০৩, ব্লক-ডি, সেকশন-১১, মিরপুর, ঢাকা- ১২১৬।
৫৫। ডায়নামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক-আপ, ৫৮ ইস্ট হাজীপাড়া, ৩ তলা, ডিআইটি রােড, রামপুরা, ঢাকা-১২১৯।
৫৬। এভারকেয়ার হসপিটাল ঢাকা, প্লট-৮১, ব্লক-ই, বসুন্ধরা আর/এ, ঢাকা-১২২৯।
৫৭। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিরাজগঞ্জ।
৫৮। হেলথ ল্যাবস লি., ১০৪১/২ এ পূর্ব শেওরাপাড়া, বেগম রােকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা-১২১৬।
৫৯। ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থপেডিক হসপিটাল (প্রা.) লি., ২২/৮/এ, মিরপুর রােড, শ্যামলী, ঢাকা- ১২০৭।
৬০। টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, রংপুর হাইওয়ে, ঠ্যাংগামারা, বগুড়া।
৬১। মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., (ধানমন্ডি শাখা),হাউজ-৭১/এ, রােড ৫/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা।
৬২। কে সি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি., ২৬২০, নােয়াপাড়া, দক্ষিনখান, উত্তরা, ঢাকা-১২৩০।
৬৩। লুবানা জেনারেল হাসপাতাল (প্রা.) লি., ৯, গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর -১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।
৬৪। মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., (ইংলিশ রোড শাখা), ৩১ জনসন রোড, ইংলিশ মৌচাকা।
৬৫। মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., (মালিবাগ শাখা), হােসাফ টাওয়ার, ৬/৯, আউটার সার্কুলার রোড, মালিবাগ মােড়, ঢাকা।
৬৬। মেডিনােভা মেডিকেল সার্ভিসেস লি., (মিরপুর শাখা), প্লট নং- ২৯-৩০, ব্লক-খ, রােড-১, সেকশন-৬, মিরপুর, ঢাকা।
৬৭। এ এম জেড হাসপাতাল লিমিটেড, চ-৮০/৩, স্বাধীনতা স্মরনী- (প্রগতি স্মরণী), নর্থ বাড্ডা, ঢাকা-১২১২।
৬৮। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমােরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ, তেতুইবাড়ী, কাশিমপুর, গাজীপুর।
৬৯। সাজেদা হাসপাতাল, চাঁটগাও, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা।
৭০। ম্যাক্সলাইফ মেডিকেল সার্ভিসেস, ২১৮,৪৭/এ, মিটফোর্ড রােড, ঢাকা-১১০০।
৭১. প্রেসক্রিপশন পয়েন্ট, বা শাখা, গ-১৩৬, নর্থ বাভ, প্রগতি স্মরণ, ঢাকা-১২১২।
৭২। ব্রাহ্মণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঘাটরা, ব্ৰানবাড়ীয়া।
৭৩। সি এস সি আর (প্রাইভেট) লিমিটেড, ১৬৭৫/এ, ও,আর, নিজাম রােড, চট্টগ্রাম।
৭৪। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-২, চৌধুরী কমপ্লেক্স, হসপিটাল রােড, নীচাবাজার, নাটোর।
৭৫। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-১, ঢাকা রােড, রইছ প্লাজা, কানাউখালী, নাটোর।
৭৬। এ এফ সি হেল্থ- ফরটিস হার্ট ইনস্টিটিউট (খুলনা ইউনিট), ইন অ্যাসােসিয়েশন ওয়িথ এস্কর্ট হার্ট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড, এ-১৭, মজিদ সরণি, সােনাডাঙ্গা, খুলনা-৯১০০।
৭৭। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ১, ইস্কাটন গার্ডেন রােড, ঢাকা-১০০০।
এছাড়াও মহাখালীর আইসিডিডিআরবিতেও অ্যান্টিজেন টেস্ট করাতে পারবেন।
Discussion about this post