হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. হিমাংশু লাল রায়। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালকরুপে কাজ করছিলেন ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
।
Discussion about this post