হার্টবিট ডেস্ক
করোনা টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্স এর আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে সোমবার।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে, গেল ১৩ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শিগগিরই মডার্নার আরও টিকা আসবে বলে জানিয়েছিলেন।
কোভ্যাক্স থেকে বাংলাদেশের মোট ৬ কোটি ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ এবং মডার্নার ২৫ লাখ ডোজ টিকা ইতোমধ্যে দেশে এসেছে।
কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার বায়োএনটেকের এবং মডার্নার টিকা আসায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার গণটিকাদান কার্যক্রমে নিবন্ধন শুরু হয় গত ৭ জুলাই থেকে।
Discussion about this post