হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তন থেকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে পুনরায় গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগস্ট মাসের মধ্যে ফাইজারের ৬০ লাখ ও এস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ টিকা দেশে আসছে।
সম্প্রতি চীন থেকে সিনোফার্মের ২০ লাখ টিকা এসেছে। এই টিকার বাইরে দেশটি থেকে আরও দেড় কোটি ডোজ টিকা আসবে। পাশাপাশি কোভ্যাক্স থেকে চলতি মাসেই অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা আসবে।
সারাদেশে শিগগিরই চিকিৎসক, নার্সসহ টেকনিশিয়ান নিয়োগ দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
Discussion about this post