হার্টবিট ডেস্ক
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিন জন করোনা পজিটিভসহ ১৩ রোগী মারা গেছেন। একই সময়ে পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬২.৭৬ শতাংশ।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ রোগী। যাদের মধ্যে ১২ জন পজিটিভ ছিলেন।
একই সময়ে উপসর্গ নিয়ে ৩৭ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১৭ জন পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।
বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৫৯ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল পাঁচ হাজার ৪৭০ জন। এদের মধ্যে এক হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩২৪ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ২৭৯ জন। আর মারা গেছেন ৮৬৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৩৪ জন।
Discussion about this post