হার্টবিট ডেস্ক
রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর উৎপাদন করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এ টিকার উৎপাদন। এরইমধ্যে সেরামকে স্পুটনিক ভি তৈরির ছাড়পত্রও দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক দফতর। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার টিকা স্পুটনিক ভি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও হাতে পেয়েছে সেরাম ইনস্টিটিউট। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩শ’ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, সেপ্টেম্বরের মধ্যেই সেরাম থেকে রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ ছাড়া পাবে।
এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সংক্রমণ কমলেও একদিনের ব্যবধানে লাফিয়ে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৪৩। গত কয়েকমাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। তবে একদিনেই নতুন করে আরও দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০ জন করোনা সংক্রমণে মারা গেছে। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই মারা গেছে ১ হাজার ৪৮১ জন।
একদিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ১৫৪। একই সময়ে করোনায় ৭২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৫ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭২৩। তার আগের দিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪১ হাজার ৫০৬ জনের। একই সময়ে করোনা কেড়ে নিয়েছে আরও ৮৯৫ জনের প্রাণ।
সূত্র: এনডিটিভি
Discussion about this post