হার্টবিট ডেস্ক
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ১০ জন করোনা পজিটিভসহ ১৮ জন রোগী মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনা পজিটিভ মৃতরা হচ্ছেন– নেত্রকোনার সালমা (৩৫), শেরপুরের হানিফ (৫০) ও মরিয়ম (৬৫), টাঙ্গাইলের সখিপুরের হাবিবুর রহমান (৪৫) ও মধুপুরের খোরশেদ আলম (৭০), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), গফরগাঁওয়ের আজিম উদ্দিন (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), সদরের আবুল কাশেম (৭০) ও গফরগাঁওয়ের শিরিনা (৬০)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন– ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭০), আবুল বাশার (৬৫), আব্দুল কুদ্দুস (৬৫), সিরাজুল (৬০), জালাল উদ্দিন (৮৭), আব্দুল রাজ্জাক (৬৫), জামালপুরের সরিষাবড়ির মাহমুদা (৬০) ও টাঙ্গাইলের মধুপরের সুরাইয়া (৩৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৬২ জন এবং আইসিইউতে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষায় ২৬৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত সংখ্যা ১০ হাজার ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৭২২ জন।
Discussion about this post