হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন সৃষ্ট ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে’ বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। এর আগে তিনি বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন।
অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, এই বিভাগটি প্রতিষ্ঠার ফলে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি’ একটি স্বতন্ত্র সাব-স্পেশিয়ালটির স্বীকৃতি পেলো।
এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের হেপাটোলজিস্টরা গত কয়েক বছর ধরে দেশে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন, প্লাজমা এক্সচেন্জ, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্টসহ যেসব অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করেছেন, তারই ধারাবাহিকতায় আজ হেপাটোলজির এই অর্জন।’
তিনি আরও বলেন, ‘আমার দায়িত্ব হবে এই স্বীকৃতির যৌক্তিকতা প্রমাণ করা এবং ইন্টারভেনশনাল হেপাটোলজিকে চিকিৎসা, প্রশিক্ষাণ ও গবেষণায় সামনে দিকে এগিয়ে নেওয়া।’
অধ্যাপক স্বপ্নীল ছাড়াও একজন সহযোগী অধ্যাপক ও একজন মেডিকেল অফিসার বিভাগটিতে যোগদান করেছেন।
তারা প্রত্যেকেই এ বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ। খুব শীগ্রই বিভাগটি তাদের একাডেমিক কার্যক্রমও শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post