হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ৭১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হার ৩৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৭৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৩৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শহরের, সাতজন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি হাটহাজারী উপজেলায় ৫৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
Discussion about this post