হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১৫টি জেলায় এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিভিন্ন খবরে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও বগুড়া জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরেই রয়েছে খুলনা, সেখানে মারা গেছেন ১৩ জন, এছাড়া ময়মনসিংহে ৭, ঠাকুরগাঁও-এ ৫, ঝালকাঠিতে ২, সাতক্ষীরায় ৬, চাঁপাইনবাবগঞ্জ ৭, নীলফামারি ২, কুষ্টিয়ায় ১৩, ফরিদপুরে ১২, যশোরে ১২, রংপুরে ১০, চট্টগ্রামে ৯, রাজবাড়ীতে ৫, কিশোরগঞ্জে ৪ ও জয়পুরহাটে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। যা ছিল দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
Discussion about this post