হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৭০ শতাংশ কার্যকর ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। সম্প্রতি ইসরায়েলে চালানো এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
রবিবার ইসরায়েল পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে।
ভারতের গণ্ডি ছাড়িয়ে এরইমধ্যে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইসরায়েলে নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৯০ ভাগেরই ডেল্টা স্ট্রেইন শনাক্ত হয়েছে।
শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও করোনাভাইরাসের এই স্ট্রেইন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে ইরানে করোনাভাইরাসের পঞ্চম ঢেউ তৈরির আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কয়েকটি দেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সূত্র: আনাদোলু এজেন্সি।
Discussion about this post