হার্টবিট ডেস্ক
আগামী দুই ও তিন জুলাই মডার্নার ২৫ লাখ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (২৯ জুন) এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসছে। এ বিষয়ে আগেই চিঠি এসেছে। ২/৩ জুলাইয়ের দিকে এই ভ্যাকসিন দেশে আসতে পারে।’
এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশে ২৫ লাখ ডোজ মডার্না উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার (২৯ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই টিকা সরবরাহ সম্পন্ন হবে।
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় সোমবার থেকে লকডাউন শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশে প্রতি সপ্তাহে সংক্রমণ বাড়ছে প্রায় ৫৫ শতাংশ। আর সেকারণেই যুক্তরাষ্ট্রের আর্জেন্ট তালিকায় স্থান পেয়েছে দেশটি। করোনা মোকাবিলাকে যুদ্ধ ঘোষণা করে টিকাকে অস্ত্র ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Discussion about this post