হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া একদিনে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। নতুন করে আরও ৩২৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে রবিবার সাত জনের মৃত্যু এবং ৩০০ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১ ল্যাবে এক হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত রোগীদের অধিকাংশ নগরীর বাসিন্দা। এদিন নগরীর ২২৭ জন বাসিন্দা নতুন করে করোনা শনাক্ত হন। অন্যদিকে একই সময়ে করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। সাত জনের ছয় জনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯১টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১১টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চবি ল্যাবে ৫৮ জন, বিআইটিআইডি ল্যাবে ২০, চমেক ল্যাবে ২১, সিভাসু ল্যাবে ৬৯ এবং আরটিআরএল ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩টি নমুনা পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৯২টি নমুনা পরীক্ষায় ৪৭জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩০টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং ইপিক হেলথ কেয়ারে ৪০টি নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
Discussion about this post