হার্টবিট ডেস্ক
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ১১৯ জন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল এক দিনে ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১৭২।
এদিন অ্যান্টিজেনসহ মোট ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জন। দৈনিক শনাক্তের গত ২১.৫৯।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ ৮৮ হাজার ৪০৬। মোট শনাক্তের হার ১৩.৬৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯০.৫১।
এদিন মৃতদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৪৪ জন নারী রয়েছেন।
বয়স বিবেচনায় এদিন মৃতদের মধ্যে, ২১ থেকে ৩০ বছরের ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৪ জন এবং ষাটোর্ধ ৫৯ জন রয়েছেন।
বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনায় ৩২ জন, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছেন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় ৪ জন মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে ২ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে আজ রেকর্ড ১১৯ জনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৮ কোটি ১৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৯ লাখেও বেশি মানুষের।
Discussion about this post